দুবাই থেকে জুসার মেশিনে ৬.১৫ কেজি স্বর্ণ এনে ধরা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ৬ কেজি ১৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ৩৮টি বার ও একটি চাকতি রয়েছে, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
সোমবার (৮ নভেম্বর) সকালে পরেন্দ্র দাস নামের যাত্রীর লাগেজ তল্লাশি করে জুসার মেশিনের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ এলাকায়।
কাস্টমস সূত্র জানায়, সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ বিমানটি বিমানবন্দরে অবতরণের পর পরেন্দ্রের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এক পর্যায়ে তিনি তার লাগেজে স্বর্ণ আছে বলে স্বীকার করেন।
পরে কাস্টমস কর্মকর্তারা পরেন্দ্রের ব্যাগেজের ভেতরে থাকা একটি জুসার মেশিনের ভেতর থেকে স্বর্ণের বার ও চাকতি উদ্ধার করেন।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ওসমানী বিমানবন্দর শাখার উপকমিশনার মো. আল আমিন বলেন, "পরেন্দ্র কীভাবে এই স্বর্ণগুলো নিয়ে আসলেন এ ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।"