দুর্গম পাবর্ত্য অঞ্চলে হেলিকপ্টারে করে করোনা টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
সরকারের করোনা গনটিকাদান কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হেলিকপ্টারে করে দুর্গম পার্বত্য অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনবাহিনী।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার-সহ ৫ সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, কোভিড-১৯-এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী বিলাইছড়ি উপজেলা পরিষদের অন্তর্গত বড়থলি ইউনিয়নের প্রায় ৭০০ পাহাড়ি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯-এর টিকা প্রদান করা হবে।
এমন দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।