দেশের বড় সমস্যা হচ্ছে যাদের কর দেওয়ার কথা তারা দিচ্ছে না: ড. মোস্তাফিজুর রহমান
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের বড় সমস্যা হচ্ছে, যাদের কর দেওয়ার কথা তারা দিচ্ছে না।
রোববার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 'করোনা প্রেক্ষাপটে এবারের বাজেট' নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, "এই করোনার মধ্যে তিনটি ঝুঁকির মধ্য দিয়ে বিশ্ব যাচ্ছে। ঝুঁকিগুলো হচ্ছে অর্থনীতি, স্বাস্থ্য এবং খাদ্য। আমাদের দেশে কোনো খাদ্য ঝুঁকি নেই সেটা নিঃসন্দেহে বলতে পারি"।
বক্তব্য প্রদানকালে তিনি দেশের যুবসমাজের প্রতি দৃষ্টি নিবন্ধ করে কিছু বিষয় তুলে ধরেন।
মোস্তাফিজুর রহমান বলেন, "জিডিপির ৪-৬ শতাংশ শিক্ষায় দেওয়া উচিত, কিন্তু বরাদ্দ আছে মাত্র ২ শতাংশ"।
"স্বাস্থ্যখাতে প্রথম ১০ মাসে বাজেটের মাত্র ২৫% বাস্তবায়িত হয়েছে, বাকি ২ মাসে কি ৭৫% বাস্তবায়িত হবে? আর সেটা করলেও মান কেমন হবে?"
তিনি বলেন, আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে যাদের কর দেওয়ার কথা তারা দিচ্ছে না। কালো টাকা সাদা করা হচ্ছে যা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য সহায়ক না।
প্রতিবছর প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
"এই সুবিধা পাচ্ছে আবাসনের লোকজন, শেয়ার বাজার। নির্দিষ্ট কিছু গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। এগুলোর বড় একটা অংশ হচ্ছে দুর্নীতি"। এ বছর ১৪ হাজার কোটি কালো টাকা সাদা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি ক্ষেত্রে নিয়ম করতে হবে যেন সাদা টাকা কালো না হয়ে যায়।
কর প্রসঙ্গে ড. মোস্তাফিজুর রহমান বলেন, "দুই-তৃতীয়াংশ কর হচ্ছে অপ্রত্যক্ষ কর। বাকিটা প্রত্যক্ষ কর। অপ্রত্যক্ষ করের অধিকাংশই হচ্ছে সাধারণ মানুষের জন্য"।
এছাড়া বক্তব্যে প্রত্যক্ষ কর এবং দেশের সরকারি ব্যয় বাড়ানোর কথা বলেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "আমি আশঙ্কা করছি এ বছরের বাজেট সংশোধিত হবে। মানসম্পন্ন বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের গুণমান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।"
"গত ১০ বছরে মূল বাজেট বাস্তবায়িত হয়নি। সংশোধন করে বাস্তবায়ন করা হয়েছে যার ৯০-৯৩% বাস্তবায়িত হয়েছে", যোগ করেন তিনি।