দেশে করোনায় নতুন আক্রান্ত ৩ জন
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫৬৪ জনের।
আক্রান্তদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। দুজন বিদেশ ফেরত, আরেক জন অন্য রোগীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন। একজনের বয়স ৪০, অন্যজন ৩০ ও বাকিজন ২০-এর কোঠায়। এরমধ্যে একজনের ডায়েবেটিস ও হাঁপানি রয়েছে; তবে তারা মোটামুটি স্বাভাবিক আছেন।
রাজধানীর মহাখালীতে রোববার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার হট লাইনে ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত।
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও জানান, এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে ২ জন মারা গেছেন। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও দুইজন সুস্থ হয়েছেন; তারা আজকেই বাড়ি ফিরবেন।
বিভিন্ন হাসপাতালে ৪০ জন আইসোলেশনে রয়েছেন।