ধর্ষক মজনু ‘সিরিয়াল রেপিস্ট’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক মজনু (৩০) একজন সিরিয়াল রেপিস্ট। বিভিন্ন সময় অনেক প্রতিবন্ধী নারীসহ অনেককেই ধর্ষণ করেছে সে। ঢাবির ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে মজনু।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাসেম।
তিনি বলেন, “মজনু সিরিয়াল রেপিস্ট। এর আগে একই জায়গায় সে এ ধরনের অপরাধ করেছে। প্রতিবন্ধী, ভিক্ষুকসহ বিভিন্ন নারীদের সে আটকে রেখে ধর্ষণ করতো। তাদের হত্যার হুমকিও দিতো।
সারোয়ার আরও বলেন, “মজনু স্বীকার করেছে সে একাই ছিল, ভিকটিমও তেমনই বলেছে। ঘটনার দিন মজনু কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাস্তায় বের হওয়ার পর মেয়েটিকে দেখতে পায়। পরে মেয়েটিকে অনুসরণ করে তার পিছু পিছু যায়।”
“সে ভিকটিমকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছিলো”, যোগ করেন তিনি।
জিজ্ঞাসাবাদে মজনু র্যাবকে জানিয়েছে, সে নিরক্ষর। ট্রেন থেকে পড়ে গিয়ে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা মজনুর স্ত্রী মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। এরপর ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে একজন মাদকসেবী।
গত ৫ জানুয়ারি রাজধানির কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করে মজনু। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ছাত্রীর বাবা। এর প্রেক্ষিতে বুধবার সকালে রাজধানীর ঢাকায় শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত মজনুকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।