ধান কাটার শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বোরো ধান কাটার মৌসুম। যারা ধান কাটতে যান, তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। প্রশাসন তাদের ব্যবস্থা করবে। করোনাভাইরাসের জন্য দেশের সবকিছু স্থবির হয়ে যেতে পারে না।
রোববার সকাল সোয়া ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা দেখেছি, অন্যান্য বছর ধান কাটা ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। তবে এবার যেহেতু করোনাভাইরাসের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, তারা এখন ধান টাকা ও মাড়াইয়ে কাজ করতে পারবেন।
শেখ হাসিনা বলেন, কোনো কোনো জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে। তাতে আমাদের শ্রমিকরা কিছু অর্থ পাবেন। তাই যা ব্যবস্থা করার দরকার তাই করা হবে।
তিনি বলেন, কিছু দিনের মধ্যেই বোরো ফসল উঠবে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, তার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে ৫ শতাংশ সুদ হারে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, কৃষকদের বীজ সংরক্ষণ বাবদ দেওয়া হবে ১৫০ কোটি টাকা। এছাড়াও আগামি অর্থবছরে সারের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে।