অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ‘সমস্যা’ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী
রিজেন্ট হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যকার চলমান 'স্নায়ুযুদ্ধ'র মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের এই দুটি অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে কোনো 'সমস্যা' নেই।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থমন্ত্রীর এ বক্তব্যের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, "স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোন কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর বিচার করতে হবে এবং তাদেরকে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।"
এর আগে গত শনিবার রিজেন্ট হাসপাতালের প্রতারণা নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের' নির্দেশে মোহাম্মদ সাহেদের ওই হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিলেন তারা।
এরপর দিনই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তির পর শর্তগুলো প্রতিপালনে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বলতে কী বোঝানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চায় মন্ত্রণালয়।
তখন থেকেই সরকারের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা শুরু হয়।