নঈম নিজামের পদত্যাগে বিস্মিত ও মর্মাহত: মাহফুজ আনাম
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজামের পদত্যাগের সংবাদে 'বিস্মিত ও মর্মাহত' হয়েছেন বলে জানিয়েছেন পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
মঙ্গলবার মাহফুজ আনামের বিরুদ্ধে "গঠনতন্ত্রবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডের" অভিযোগ এনে এর প্রতিবাদে পরিষদের সাধারণ সম্পাদকের পদ ত্যাগ করেন নঈম নিজাম।
পদত্যাগপত্রে তিনি বলেন, 'উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগত মনোভঙ্গি একমত না থাকার কারণে আমি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এছাড়া সম্পাদক পরিষদের একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে নঈম নিজাম সম্পাদিত বাংলাদেশ প্রতিদিন জানায়, "পরিষদ সভাপতি মাহফুজ আনাম সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে সংবাদপত্র মালিকদের কারও কারও বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে ব্যক্তিগত কুৎসাচারে লিপ্ত হন। এ বিষয়টি নিয়ে সভাপতি মাহফুজ আনামের সঙ্গে সাধারণ সম্পাদক নঈম নিজামের তীব্র মতভেদ দেখা দেয়। সাধারণ সম্পাদক কুৎসাচার প্রচার থেকে সভাপতিকে নিবৃত্ত করার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন।"
বুধবার এক বিবৃতিতে মাহফুজ আনাম বলেন, "গতকাল মঙ্গলবার রাতে তিনি (নঈম নিজাম) নিউ ইয়র্ক থেকে টেলিফোনে আমাকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু, তার পদত্যাগপত্র আমি এখনও পাইনি।"
তিনি বলেন, সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরিষদের অবস্থান জানানো হবে।
মাহফুজ আনাম আরও বলেন, "সম্পাদক পরিষদের যেকোনো সিদ্ধান্ত সদস্যদের মধ্যে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়। কখনই এর ব্যত্যয় ঘটেনি। আমি জোর দিয়ে বলতে চাই, তার সঙ্গে আমার কর্মক্ষেত্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং পরিষদ পরিচালনার বিষয়ে তার সঙ্গে আমার কখনই কোনো মতানৈক্য হয়নি।"