নবীন তিন স্থপতিকে অ্যাওয়ার্ড দিল কেএসআরএম
স্থপতিদের উৎসাহ দিতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ কর্মসূচির আওতায় নবীন তিন স্থপতিকে অ্যাওয়ার্ড দিয়েছে কেএসআরএম।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মো. আরমান আলম, আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি সরকার এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রহমান গোলাম মাহমুদুর।
রাজধানীর একটি অভিজাত হোটেলে বুধবার সন্ধ্যায় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এর আগে ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা গবেষণাপত্রের প্রকল্প প্রদর্শনীর পর জুড়ি বোর্ডের বিচার বিশ্লেষণের পর বিজয়ীদের নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, কেএসআরএমর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, পরিচালক সারোয়ার জাহান, আইএবির প্রেসিডেন্ট জালাল আহমেদ এফআইএবি প্রমুখ।