নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান জানান, পুলিশকে হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও অবৈধ সমাবেশের অভিযোগে রাতে পল্টন থানায় ১৪০০-১৫০০ জন অজ্ঞাত বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এছাড়া এ মামলায় বিএনপির ৫০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
সেদিন সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে এগোতে শুরু করলে সংঘর্ষ শুরু হয়; পুলিশের দাবি, গতকাল মিছিলের অনুমতি ছিল না।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে আটক করে।
পল্টনের নাইটিঙ্গেল মোড় ও আশপাশের এলাকায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ ও নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, সমাবেশের মধ্য থেকে দলের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন কর্মী ও অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।