নারায়ণগঞ্জের এসপি হারুনকে বদলি
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
রোববার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
তাঁকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এ আদেশ শিগগিরই কার্যকর হবে।
গত বছরের জাতীয় নির্বাচনের এক মাসেরও কম সময়ের আগে হারুনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়।