নারায়ণগঞ্জে ভবন ধসে খালে, স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের শহরের বাবুরাইল তাঁতিপাড়া এলাকায় একটি চারতলা নির্মাণাধীন ভবন ধসে পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।
ছাড়াও ভবনের ভেতরে এক শিশু নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
রবিবার বিকাল সোয়া ৪টার দিকে বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি পাশের খালের ওপর ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম শোয়েব আহমেদ। তিনি উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বলে তার স্বজনরা জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, আসরের নামাজ চলাকালীন সময়ে ভবনটি ধসে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। একে একে একে ভবন থেকে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শোয়েব নামের একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালান।
ধ্বসে পড়া ভবনটির মালিক শিউলি বেগমের ভাই সুমন মিয়া জানান, আসরের নামাজ পড়ে এসে তিনি দেখতে পান তাঁর বোনের মালিকানাধীন চার তলা ভবনটি পশ্চিম পাশের একটি খালের ওপর হেলে পড়ে। খালের পশ্চিম প্রান্তে একটি গ্যারেজে ছিল সেটিও ভবনের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
সুমন মিয়া জানান, ভবনটিতে ওয়াজিত নামে আরও একজন আটকা পড়েছে। সে এই ভবনের একজনের কাছে পড়তে এসেছিল।
আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।