নোয়াখালীতে করোনার টিকা না পেয়ে বিক্ষোভ
মোবাইলে এসএমএস পাওয়ার পরও ৩০ শয্যা বিশিষ্ট নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে করোনার টিকা দিতে না পেরে বিক্ষোভ করেছেন টিকা প্রত্যাশীরা।
স্বাস্থ্য বিভাগ বলছে, গণটিকা কার্যক্রমের পর টিকা শেষ হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কোভিড ইউনিটের সামনে এ বিক্ষোভ করেন তারা।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মোবাইলে এসএমএস পাওয়া করোনা ভ্যাকসিন প্রত্যাশী শতাধিক ব্যাক্তি বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেভিড ইউনিটের সামনে একত্রিত হয়। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখেন, হাসপাতালের ভেতরের গেটসহ সবগুলো কক্ষেই তালা মারা। কথা বলার মতোও কাউকে পাননি তারা।
দূর-দুরান্ত থেকে আসা ভ্যাকসিন প্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হয়ে হাসপাতালের সামনেই বিক্ষোভ করেন।
টিকা প্রত্যাশী মনির হোসেন বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের কারণে অনেক দূর থেকে এসে টিকা না দিয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে। হাসপাতালে টিকা স্টক না থাকলে আমাদের কেন মেসেজ দেওয়া হয়েছে?'
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার বলেন, 'ভ্যাকসিন সংকট থাকায় আজ (বৃহস্পতিবার) কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি অবগত করে বুধবার উপজেলায় মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছিল।'
এসএমএস প্রাপ্তদের আগামী শনিবার থেকে ভ্যাকসিন প্রদান করা হবে বলেও জানান তিনি।