ন্যাশনাল ব্যাংক থেকে ছিনতাই হওয়া ৬০ লক্ষ টাকাসহ ৪ জন আটক
রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২টি বিদেশী অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার সকালে এক খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর ডেপুটি কমিশনার ওয়ালিদ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।
এবিষয়ে সকল তথ্য নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশের গোয়েন্দা বিভাগের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ জানান, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।