নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার শাবান মাহমুদ
ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শাবান মাহমুদ। সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, 'সাংবাদিক জনাব শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত-এ মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।'
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদেও এক সময় দায়িত্ব পালন করেছেন তিনি।