নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে এগুনো শুরু করলে সংঘর্ষ শুরু হয়, পুলিশের দাবি আজ মিছিলের অনুমতি ছিল না।
এক পর্যায়ে এলাকার যান চলাচল স্বাভাবিক করতে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
প্রতিক্রিয়ায় বিএনপির নেতা-কর্মীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।