পদ্মা সেতুর পিচ ঢালাই কাজ শুরু
পদ্মা সেতুর পিচ ঢালাইয়ে কাজ শুরু হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) সকালে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
তিনি বলেন, আজ ৪০ নম্বর পিলার থেকে পিচ ঢালাই শুরু হলো। প্রায় ৩০০ মিটার পিচ ঢালাইয়ের কাজ করা হবে। নিয়মিতভাবে কাজ চললে শেষ করতে প্রায় ৪ মাস লাগবে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু ঢালাই করা হচ্ছে। পরে এর উপর আরও দেড় ইঞ্চি স্তর যোগ হবে।
তিনি আরও জানান, পিচ ঢালাই কাজের পাশাপাশি সামনের মাসে সড়কবাতির কাজও শুরু হবে।
এর আগে, গত ১৩ জুলাই পদ্মাসেতুর জাজিরা প্রান্তের ৪১ নম্বর স্প্যানের রোডওয়েতে পরীক্ষামূলকভাবে পিচ ঢালাই করা হয়।
প্রকৌশলীরা জানান, অক্টোবর মাস পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৮ দশমিক ৭৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। অর্থাৎ, মূল সেতুর কাজ আর মাত্র ৫ শতাংশ বাকি।