পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিৎ: সচিব
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, বিশেষ পর্যটন অঞ্চলে বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেয়া উচিৎ।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “বিদেশিরা শুধু পাসপোর্ট নিয়ে ক্যাসিনোতে যেতে পারবে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হতো বলে মনে করি।”
সচিব বলেন, “বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে বিশেষ পর্যটন অঞ্চল হবে। বিশেষ পর্যটন অঞ্চলে যাতে অন্যান্য দেশের মতো পাসপোর্ট দিয়ে বিদেশিরা ক্যাসিনোতে ঢুকতে পারে সেই পরিকল্পনা রয়েছে। বিদেশিদের জন্যই এটা।”
পর্যটন সচিব মহিবুল বলেন, “সুন্দরবন বিশ্বে দ্বিতীয়টি নেই। সেখানে আমরা বিদেশিদের জন্য তেমন কিছু করতে পারিনি। তাদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোন করার উদ্যোগ নিয়েছি। কক্সবাজারেও এক্সক্লুসিভ টুরিস্ট জোন করার উদ্যোগ নেয়া হয়েছে।”
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবার পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে ভ্রমণের জাগরণ তৈরি করা। মানুষকে পর্যটনে সম্পৃক্ত করা। বাইরের দেশের মানুষ যাতে বাংলাদেশে ভ্রমণে আগ্রহী হয় সেদিকে আমরা নজর দিয়েছি।”
পর্যটনের উন্নয়নে ‘মহাপরিকল্পনার’ বিষয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি কিভাবে পর্যটনকে আরও বিকশিত করা যায়। সুন্দরবনে আমরা বুয়েটের মাধ্যমে সার্ভে করেছি, তাদের রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। বিদেশিদের ভ্রমণ যেন আরও উপভোগ্য হয় এবং পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেবো। কক্সবাজারেও বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মাস্টার প্ল্যান যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেবো।”