পাঁচ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুরু
রাজধানীর পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এসব হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার প্রয়োগ শুরু হয়।
এ পাঁচটি হাসপাতাল হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল।
পাঁচটি হাসপাতালের ৫৬০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভাইস চ্যান্সেলর ডা. কনক কান্তি বড়ুয়া এ হাসপাতালে দিনের প্রথম টিকাটি গ্রহণ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রথমে বিএসএমএমইউতে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচী পরিদর্শনের কথা রয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এটি উদ্বোধন করেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রস্তুতকৃত টিকার মাধ্যমে দেশের শতকরা ২০ ভাগ মানুষের টিকা গ্রহণ সম্পন্ন হবে আশা করা হচ্ছে।
টিকাদান কর্মসূচী উদ্বোধনের পর একটি মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট চালু করেছে সরকার যার মাধ্যমে এই ভ্যাকসিনটির জন্য নিবন্ধন করা যাবে।
বাংলাদেশে বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিনের সত্তর লাখ ডোজ রয়েছে।
এর মধ্যে ৫০ লাখ ডোজ নিজেদের ক্রয় করা এবং ২০ লাখ টিকা ডোজ ভারত উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশকে।
সারাদেশে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।