পুরুষের টাকনুর ওপর পোশাক, নারীদের হিজাব পরার নির্দেশ
ঢাকার মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্দার বিধান 'আবশ্যক' করে বিজ্ঞপ্তি দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।
বৃহস্পতিবার দুপুরে পরিচালকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, "অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইল্যান্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার নির্দেশ প্রদান করা হইল।"
এ বিষয়ে বক্তব্য জানতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হাসান ইমাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কেনো এ ধরণের একটি নোটিশ দিলেন সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। আমার জানা মতে সরকারি চাকরিবিধিতে এ ধরণের কোন নোটিশ দেয়ার নিয়ম নেই। তিনি নিজস্ব বিবেচনায় এ নোটিশ দিয়েছেন। বিষয়টি জানতে আমি ডিরেক্টরকে ফোন করেছিলাম, তবে তার ফোন বন্ধ পেয়েছি।"
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাভুক্ত না হলেও এটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। অফিসিয়ালি এ ধরণের কোন সিদ্ধান্ত হলে বিষয়টি আমরা জানতাম। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালিককে জানানো হয়েছে। মহাপরিচালক ঢাকার বাইরে থাকায় তার বিরুদ্ধে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। মহাপরিচালক রাতে ঢাকায় ফিরলে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।