প্রতিদিন ৩ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধের দাবি স্টেশন মালিকদের
জাতীয় গ্রিডে চাপ থাকায় দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।
গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার এ ঘোষণা দেয়। এর পরিপেক্ষিতে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সেখানেই ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার বিষয়ে মত দিয়েছে স্টেশন মালিক সংগঠন। মঙ্গলবার পেট্রোবাংলায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানায় তারা।
জ্বালানী খাতে গ্যাস সরবরাহে ঘাটতির পর মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নেয়।
এ পরিস্থিতিতে, স্টেশন মালিকরা তাদের দাবি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।
পাওয়ার ডিভিশনের এক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বিদ্যুৎ খাতে প্রতিদিন মোট ২,২৫২ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস প্রয়োজন, অথচ সরবরাহ মাত্র ১,০৮৬ এমএমসিএফ। এই সংকটের কারণে, অনেক গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকে।
উল্লেখ্য, সারা দেশে প্রায় ৫০০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে যার মাধ্যমে বিভিন্ন যানবাহনে মোট গ্যাসের ৫% সরবরাহ হয়।