প্রথমবারের মতো উত্তরা থেকে মিরপুর পর্যন্ত চলল মেট্রো রেল
প্রথমবারের মতো ৬টি বগি নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে মেট্রো রেল।
৬টি বগি নিয়ে মেট্রো রেলটি শুক্রবার সকালে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতির অংশ হিসেবে এ পরীক্ষামূলক চলাচল (টেস্ট রান) চালানো হয়েছে।
ছুটির দিনের সকালে স্বপ্নের মেট্রো ট্রেন চলতে দেখে রাজধানীবাসীর মনে আনন্দের বন্যা বয়ে যায়।
অনেকেই জানান যে, তারা দীর্ঘদিন মেট্রোরেলের চলার এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিলেন।
আগামী রোববার সকালে কর্তৃপক্ষ প্রধান ভায়াডাক্টে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল পরিচালনা করবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, সেদিন সকাল ১০টায় বহুল প্রত্যাশিত এ প্রকল্পের পারফরম্যান্স যাচাই করা হবে।
মেট্রো রেল প্রকল্পের অংশ হিসেবে ২০২৪ সালের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত একটি ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেললাইন তৈরি করা হবে।
এদিকে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশে মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল জাপান থেকে মেট্রোরেলের কোচের প্রথম চালান দেশে পৌঁছায়।
জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি ২০১৯ সালের এপ্রিলে ছয় কোচ বিশিষ্ট ২৪ সেট রেল ও এমআরটি-৬ এর রেসকিউ ট্রেন নির্মাণের কাজ শুরু করে। ২২-২৮ টন ওজনের রেলের কামরাগুলোর দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ৩ মিটার। বসার জন্য দীর্ঘ সারির আসনের ব্যবস্থাও আছে।
প্রতিটি কোচে দুটি করে শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট থাকবে, যাত্রীদের জন্য চারটি দরজা থাকবে।
রেলগাড়িটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগে চলবে।