প্রেসক্লাবের সামনে যুবদলের প্রতিবাদ সমাবেশ
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। লেখক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বুরহান উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশ করছে যুবদল।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে যুবদল নেতারা দল বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
বিএনপির বিভিন্ন নেতাকর্মীও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশে সামিল হন।
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আমাদের বিরুদ্ধে যত ধরনের অত্যাচার এবং মামলাই করা হোক না কেন, আমরা পিছু হটব না।"
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সরকার পতনের আগ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএনপি নেতা ও সাবেক আবাসন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সমাবেশে বলেন, এ সরকার কাউকে সম্মান জানাতে জানে না।
"এই সরকার কারো সম্মানের যোগ্য নয়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তাই আমরা এই সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছি"।
তিনি আরও বলেন যে, জনগণের এবারের আন্দোলনের স্রোতে সরকার টিকতে পারবে না।
মির্জা আব্বাস বলেন, "যুগের পর যুগ ধরে কোনও স্বৈরশাসক সরকার টিকে থাকতে পারেনি"।
যুবদলের এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব সমাবেশটির সভাপতিত্ব করছেন।
সমাবেশ ঘিরে প্রেস ক্লাব ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।