প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের এক দফা দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচিতে প্রায় হাজারখানেক শিক্ষক অংশ নিয়েছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) আহবায়ক বদরুল আমিন সরকার (ফরহাদ) বলেন, ' ৪ হাজারের বেশি বিদ্যালয় এখনও জাতীয়করণ করা হয়নি। যেখানে ২০ হাজারের মত শিক্ষক আছে'।