ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন
'ফরিদপুর মেডিকেল কলেজ' ও 'ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল' এর নাম পরিবর্তন করে যথাক্রমে 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর' ও 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর' করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূরের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।