ফেসবুকে নাসিমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গ্রেফতার
সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম এর মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেয়ার জেরে শনিবার মধ্যরাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে আইসিটি আইনের মামলায় গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান রহমান প্রধান জানান, বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সদ্যপ্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন শনিবার সকালে।
বিষয়টি সকল মহলে বিরূপ সমালোচনা তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া থানায় ডিজিটাল আইনে একটি মামলা করলে সেই মামলায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফাড়ির ইনচাজ,একে এম মহিব্বুল ইসলাম জানান,আইসিটি আইনের মামলায় তাকে রাত সাড়ে ১২ টার দিকে সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার শনিবার রাতে থানায় এজাহার দিলেও তার মামলা না নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) দায়ের করা মামলায় শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার মারা যান। তাঁর এ মৃত্যু নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তবে বিষয়টি শিক্ষিকা সিরাজুম মুনিরা বুঝতে পেরে তা ডিলিট করে দেন।
কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।শনিবার রাত ১০টার পূর্বে বিষয়টি ভুল করেছেন স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই অভিযুক্ত শিক্ষিকা সিরাজাম মনিরা। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে।
তবে নোটিশের জবাব না দিতেই তাকে রাতেই গ্রেফতার করে তাজহাট মেট্রোপলিটন থানা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাড়ির পুলিশ। পুলিশ জানায়,নগরীর সর্দারপাড়ার একটি ভাড়া বাসা থেকে শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেফতার ইয়করা হয়েছে। আজ রোববার যে কোন সময় রংপুর আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হবে।