বগুড়ায় টিসিবির ডিলারের বিরুদ্ধে পঁচা পেঁয়াজ বিক্রির অভিযোগ
পেঁয়াজের দাম বৃদ্ধির পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বগুড়ায় সাধারণ মানুষের মধ্যে নির্ধারিত দরে যে পেঁয়াজ বিক্রি করছে তা ওজনে কম এবং পঁচা বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।
মঙ্গলবার সকালে বগুড়া শহরের সার্কিট হাউজ এলাকায় টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা ২ কেজি আড়াইশ গ্রাম পেঁয়াজের প্যাকেটে ২/৩টি পেঁয়াজ নষ্ট এবং ১০০ গ্রাম পর্যন্ত কম পাওয়ার অভিযোগ করেছেন একাধিক ক্রেতা।
ক্রেতাদের মধ্যে সোনাতালা উপজেলার শিহিপুর গ্রামের মো: রুবেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তিনি ১০০ টাকায় ২ কেজি ২০০ গ্রাম পেঁয়াজ নিয়ে ব্যক্তিগত ভাবে ওজন করে ১০০ গ্রাম কম এবং বড় বড় ২/৩টি নষ্ট পেঁয়াজ পেয়েছেন।
মো: হারুর উর রশিদ নামে আরেকজন ক্রেতা অভিযোগ করেন, তিনি তার প্যাকেটে ১৫০ গ্রাম পেঁয়াজ কম পেয়েছেন এবং নষ্ট ছিল ২টি বড় আকারের পেঁয়াজ।
এসব অভিযোগ প্রসঙ্গে নিজেকে ওই পেঁয়াজের ট্রাকের ডিলারের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, পেঁয়াজ পচেনি বরং তা রেফ্রিজারেটরে রাখায় কিছুটা নরম হয়ে গেছে।
ওজন কম সম্পর্কে তিনি বলেন, প্রত্যেকটি প্যকেটে পেঁয়াজ ঢুকানোর পর তা ওজন করে তবেই গ্রাহকের হাতে দেয়া হচ্ছে।
টিসিবি বগুড়ায় ভোক্তাদের জন্য দুইটি স্থানে ৬ মেট্রিকটন পেঁয়াজ বিক্রি করছে ডিলারের মাধ্যমে।