বঙ্গোপোসাগরে নিম্নচাপ, ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/05/16/amfan.jpg)
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। এটি আগামী তিন-চার দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেওয়া হবে 'আম্পান'। এটি থাইল্যান্ডের প্রস্তাবিত একটি নাম ৷
শুক্রবার দিনগত রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়িয়ে ক্রমেই ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে৷ আপাতত পূর্ব উপকূলের দিকে এগোলেও ১৭ তারিখের পর থেকে তা উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ বা মায়ানমারের দিকে যেতে পারে এই ঝড় ৷ এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ৷
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/05/16/amfan_2.jpg)
ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে।
এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা, মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
বাংলাদেশের আবহাওয়া অফিসও নিম্নচাপের একই তথ্য দিয়েছে তাদের সবশেষ পূর্বাভাসে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।