বরিশাল থেকে লঞ্চ চলাচল চালু থাকবে সোমবার সকাল পর্যন্ত
তৈরি পোশাক ও রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খুলে দেওয়ায় বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের ঢাকায় পরিবহনের জন্য আগামীকাল সোমবার পর্যন্ত লঞ্চ চলাচল চালু থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ বিষয়ে বলেন, লঞ্চ বরিশাল থেকে আজ ছেড়ে গেলেও কাল সকালে ঢাকা পৌঁছাবে, একারণে সময়সীমা বাড়ানো হয়েছে।
তবে আজ দুপুর ১২টার পর ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যেতে পারবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ'র এক সূত্র।
এর আগে, রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকামুখী শ্রমিকদের চলাচলের জন্য গণপরিবহন চালু রাখার অনুমতি দেয় সরকার।
এদিকে, বিআইডব্লিউটিএ'র প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭:৪৫ থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত নৌ-পথের যানবাহন চলাচল করতে পারবে।
কারখানা খোলার ঘোষণার পর হাজার হাজার শ্রমিক ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এ ঘোষণা আসে।
শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে বলা হয়, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সকল শিল্প কারখানা চলমান কোভিড-১৯ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।