বাংলাদেশকে ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে শীঘ্রই ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর আজ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৬ কোটি থেকে ৮ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুত থাকার খবর পাওয়া গেছে এবং বাংলাদেশ এর ২০ লাখ টিকার জন্য আবেদন করেছে।
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত আছে জেনে সঙ্গে সঙ্গে তাদের অনুরোধ জানালাম। পরে জানা গেল, যে দেশগুলোতে টিকা দেওয়া হবে, তার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের নাম নেই কারণ বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম'। '
'পরে যুক্তরাষ্ট্র জানায় যে তারা আমাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দেবে, তবে কখন সেটা বলে নি। আমরা এই দেশ থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী। সম্প্রতি, ১,৬৫৪ জন বাংলাদেশি-আমেরিকান হোয়াইট হাউসে এই বিষয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছে'।
তাছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সম্প্রতি জানান, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোভিড-১৯ টিকার চালান পাবে।