বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে বুলগেরিয়া
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবার খসড়া চুক্তি অনুমোদন করেছে বুলগেরিয়ান তত্ত্বাবধায়ক সরকার। গতকাল (১ সেপ্টেম্বর) এ চুক্তি অনুমোদন হয়।
এক বিবৃতিতে বলা হয়, আলোচনার ভিত্তি হিসেবে বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
তবে এই টিকা সরবরাহের সকল খরচ বহন করতে হবে বাংলাদেশকে।
এছাড়া বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ জাতীয় পরিষদকে আরও দুটি চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে একটি হলো, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রকে কমিরনাটি টিকার ৫১ হাজার ৪৮০ ডোজ দেয়া বিষয়ক এবং অন্যটি নরওয়েতে স্পাইকভ্যাক্স টিকার এক লাখ ডোজ পুনরায় বিক্রি বিষয়ক।
এর আগে, দেশটির তত্ত্বাবধায়ক সরকার ভুটানকেও অ্যাস্ট্রাজেনেকা টিকার ১ লাখ ৭২ হাজার ৫০০ ডোজ দিতে সম্মত হয়।
১ সেপ্টেম্বর, দেশটির মেডিসিন এজেন্সি বিভাগের প্রধান বোগদান কিরিলভ বলেন, ইউরোপীয় কমিশন কর্তৃক অনুমোদিত চারটি টিকার প্রায় ৫.৪ মিলিয়ন ডোজের চালান ইতোমধ্যে বুলগেরিয়া পেয়েছে এবং এর মধ্যে প্রায় ২.৩ মিলিয়ন ডোজ টিকা জনসাধারণকে দেওয়াও হয়েছে।
তবে কোভিড-১৯ মোকাবিলায় টিকা দেওয়ার ক্ষেত্রে বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে একটি।
ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় মোট জনসংখ্যার মাত্র ২০.১ শতাংশকে কোভিড-১৯ টিকার দুই ডোজ দেওয়া হয়েছে।
- সূত্র- দ্য সোফিয়া গ্লোব