বাংলাদেশে বন্যায় আক্রান্তদের জন্য ১ কোটি টাকা দিচ্ছে ইইউ
বাংলাদেশে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে এক লাখ ইউরো বা প্রায় এক কোটি টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সহায়তা থেকে বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলের ২৫ হাজার মানুষ উপকৃত হবে বলে ইইউ'র বিজ্ঞপ্তিতে বলা হয়।
বন্যায় কবলিতদের জরুরি প্রয়োজন পূরণে নগদ অর্থ বিতরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ইইউ'র এই তহবিল দেয়া হচ্ছে।
এ সাহায্য মানুষজনকে তাদের মালামাল ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে, খাদ্য সহায়তা, পানি বিশুদ্ধকরণ ও প্রাথমিক চিকিৎসায় সহায়তা করবে।
এ তহবিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) দুর্যোগকালীয় জরুরি ত্রাণ তহবিলে ইইউর সার্বিক অবদানের অংশ বলে উল্লেখ করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।