বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানিতে আগ্রহী তুরস্ক
বাংলাদেশের কাছে সমরাস্ত্রসহ নানা প্রকার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। পাশাপাশি এদেশের বড় কিছু প্রকল্পেও বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বর্তমানে রাষ্ট্রীয় সফরে ঢাকা রয়েছেন। এসব বিষয়ে তিনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বাংলাদেশি প্রতিপক্ষ একে আব্দুল মোমেনের সঙ্গেও আজ বুধবার (২৩ ডিসেম্বর) আলোচনা করেছেন বলে প্রথম আলো প্রকাশিত এক সংবাদ সূত্রে জানা গেছে।
অস্ত্র বিক্রি ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের বিষয়গুলো মোমেনের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে প্রকাশ করেন মেভলুত কাভুসোগলু।
ব্রিফিংয়ে একে আব্দুল মোমেন বলেন, 'আমরা তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত বন্ধন চাই। এই লক্ষ্যে আমরা দেশটির সঙ্গে কাজ করে যেতেও প্রস্তুত।'