বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান
এ উদ্দেশে শিগগিরই চাকরিদাতা ও তার টিম বাংলাদেশ সফরে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে ১২ হাজারেরও বেশি দক্ষ তৈরি পোশাক শ্রমিক নেবে জর্ডান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বিওইএসএল) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ উদ্দেশে শিগগিরই চাকরিদাতা ও তার টিম বাংলাদেশ সফরে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।