বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বাসযাত্রী। তাদের মধ্যে এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী বরিশালগামী বাসটির মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।