বিদ্যুৎ রপ্তানি চুক্তি বাড়ানোর অনুরোধ ত্রিপুরার
বাংলাদেশের সাথে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি চুক্তি বর্ধিত করার চিন্তাভাবনা করছেন ত্রিপুরা রাজ্য সরকার। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানান, রাজ্য সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রের সাথে যোগাযোগ করেছেন।
রাজ্যে এখন পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হচ্ছে এবং তাঁরা চান বাংলাদেশের সাথে সরবরাহ বজায় রাখতে, যোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেববর্মা।
" বাংলাদেশের সাথে আমাদের ৫ বছরের চুক্তি আগামী মার্চে সমাপ্ত হবে এবং আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেছি চুক্তির নবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে।"
বিদ্যুৎ সরবরাহ থেকে রাষ্ট্রায়ত্ত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশনের বার্ষিক আয় ৪৫ কোটি।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য সরকারের একজন কর্মকর্তা জানান, " গত বছর আমরা নেপালে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিলাম কিন্তু প্রতিবেশি দেশটির অনাগ্রহের জন্য এই চুক্তি নবায়ন করা সম্ভব হয় নি।" ২০১৬ সালে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যুৎ রপ্তানি শুরু হয়।
সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস