বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা যথাযথভাবে উদযাপন করতে তাদেরকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এ অনুদান দেয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় দিবসটি উদযাপনে অনুদানের এ টাকা ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করেন উল্লেখ করে ইহসানুল করিম বলেন, 'বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে উদযাপন করতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী এ অনুদান দিয়েছেন।'
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে।
'প্রবারণা' শব্দের পালি আভিধানিক অর্থ নিমন্ত্রণ, আহ্বান বা ভিক্ষুদের বর্ষাবাস পরিসমাপ্তি।
বর্ষাকালের শেষে ভিক্ষুগণ তাদের দোষত্রুটি অপর ভিক্ষুগণের নিকট প্রকাশ করে তার প্রায়শ্চিত্ত বিধানের আহবান জানায়; এমনকি অজ্ঞাতসারে কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্যও ক্ষমা প্রার্থনা করা - এটিই হলো প্রবারণার মূল। সাধারণত আশ্বিন মাসে হয় বলে একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়।