ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেলকে দেশে ফিরিয়ে আনা হবে: ডিএমপি কমিশনার
ভারতে আটক ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও পুলিশের পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
তবে প্রক্রিয়াটি সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, সোহেল রানার ব্যাপারে গুলশান বিভাগ পুলিশ তদন্ত শুরু করেছে; রিপোর্ট পেলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) ও বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে।
ভারতীয় ভূখণ্ডে অবৈধ প্রবেশের অভিযোগে তাকে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।
বিএসএফ শনিবার বিকেলে এক টুইটার বার্তায় জানায়, 'ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পরিদর্শক অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় #১৪৮বিএন এর সতর্ক সেনারা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে।'
তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, মোবাইল ফোন ও এটিএম কার্ড জব্দ করেছে বিএসএফ। পরে বিএসএফ তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে পশ্চিমবঙ্গ পুলিশের মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করে।
প্রাথমিক তদন্তে বিএসএফ কর্মকর্তারা জানতে পেরেছেন, বাংলাদেশে সোহেল রানার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এদিকে, বনানী থানার অফিসার ইন চার্জ নূরে আজম মিনা টিবিএসকে জানান, সোহেল রানা কয়েকদিনের ছুটিতে ছিলেন ও সম্প্রতিই ডিউটিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। এটিই বনানী থানায় তার শেষ উপস্থিতি ছিল বলে জানান তিনি।