ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ শিশু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/26/children_return.jpeg)
অবৈধ প্রবেশের দায়ে দুই বছর কারাভোগ শেষে আটত্রিশ জন বাংলাদেশী শিশু ভারত থেকে ফিরেছে। তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরে।
এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। শিশুদের মাঝে ১০ জন ছেলে এবং ২৮ জন মেয়ে।
সোমবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে সেখান থেকে তিনটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পাঠানোর উদ্দেশ্যে যশোরের একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়।
ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার শামীম ইয়াসমিন জানান, উন্নত জীবনের প্রত্যাশায় ভ্রমণের যথাযথ কাগজপত্র ছাড়াই শিশুরা ভারতে চলে গিয়েছিল।
সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এসব শিশুরা অবৈধভাবে ভারতে চলে গিয়েছিল।
জেল থেকে ছাড়ানোর পর ভারতের কিছু এনজিও তাদেরকে নিজেদের শেল্টার হোমে রাখে।