ভারত থেকে আসা ভ্যাকসিন সংরক্ষণ করা হবে যেখানে
সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ছাড়াও উপহার হিসেবে ভারত থেকে ২০ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসছে আগামী বৃহস্পতিবার। সেই ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর মহাখালীতে অবস্থিত এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাজেশন (ইপিআই) এর কোল্ড রুম।
মঙ্গলবার দুপুর আড়াইটায় সরেজমিনে ইপিআই এর কোল্ড রুমের সামনে গিয়ে দেখা যায় চারজন শ্রমিক সেখানে ধোয়া-মোছার কাজ করছেন।
সেখানকার এক কর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তারা প্যাসেফিক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তারা ইপিআইতে চুক্তিতে কাজ করছেন। ইপিআই এর কোল্ড রুমে ভারত থেকে আনা ভ্যাকসিন সংরক্ষণ করা হবে। সেজন্য তারা সবকিছু পরিষ্কারের কাজ করছে।
বৃহস্পতিবার ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারত থেকে আসা করোনাভাইরাসের ভ্যাকসিন সংরক্ষণের জন্য তিনটি বিকল্প জায়গা ঠিক করে রেখেছে সরকার। ভ্যাকসিন রাখার জন্য ইপিআই এর হেডকোয়ার্টার, তেজগাঁওয়ে অবস্থিত ইপিআইয়ের নিজস্ব সংরক্ষণাগার এবং তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগারের স্টোর রেডি রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসের ভ্যাকসিন ওয়াক ইন কুলে রাখা হয়। ২৯টি জেলায় ওয়াক ইন কুল আছে। আরও ১৮টি জেলায় টিকা সংরক্ষণের জন্য ওয়াক ইন কুল তৈরি হচ্ছে।
এ ছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় আইএলআর আছে। উপজেলায় আইএলআরে ভ্যাকসিন রাখা হবে। আলাদা হিমায়িত বাক্সে ভ্যাকসিন পরিবহন করা হবে।