ভিপি নুরের ওপর হামলাকারীদের দুইজন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর রোববারের হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এ দু’জন হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।
সোমবার বিকেলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ ঘটনায় ডিবির একটি দল শাহবাগ এলাকা থেকে তাদেরকে আটক করেছে।
রোববার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সংগঠনটির ৩০-৪০ জন নেতাকর্মী ডাকসু ভবনে যায়। সেখানে ভিপি নুরের সাথে কথা বলতে গিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তারা। এরপর ডাকসু ভবনের গেইট বন্ধ করে নুর তার সমর্থকদের নিয়ে তার রুমে যান। তখন ডাকসুর এজিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সভাপতি সনজিত চন্দ্র দাস তাদের নেতাকর্মীদের নিয়ে নুরের রুমে যান। সেখানেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এরপর সনজিত ও সাদ্দাম মধুর ক্যান্টিনে চলে এলে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নুরের রুমে ঢুকে লাইট বন্ধ করে তাদের বেধড়ক পেটান বলে অভিযোগ আহতদের।
এই হামলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
এরমধ্যে রোববার রাতে আহত নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আহতদের দেখার পর নানক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের পড়াশোনার পরিবেশকে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছুই সরকার মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই দুস্কৃতিকারীদের খুঁজে বের করা হবে।’
তিনি আরও বলেন, ‘যাদের নাম ব্যবহার করেই এই হামলা করা হোক না কেন, এর সাথে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
সোমবার (২৩ ডিসেম্বর) সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ডাকসু ভিপি নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এ ঘটনায় যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়েরও হয়, এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এরমধ্যেই হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটকের খবর আসে গণমাধ্যমে।