মধ্যরাত থেকে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে মধ্যরাত থেকে।
মঙ্গলবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
ঢাকার আশপাশের সাত জেলায় চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই রেল যোগাযোগের বিষয়ে এ সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।
এদিকে মঙ্গলবার রাতে রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "করোনাভাইরাসজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলি/চলাচল (জনসাধারণের চলাচলসহ) আগামী ২২ জুন, ২০২১ তারিখ সকাল ০৬.০০ টা হতে ৩০ জুন ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। যার পরিপ্রেক্ষিতে ঢাকার সাথে অন্যান্য জেলার শহরের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ২৩ জুন ২০২১ তারিখ ০০:০১ টা হতে ৩০ জুন, ২০২১ মধ্যরাত পর্যন্ত নিম্নবর্ণিত যাত্রীবাহী ট্রেনসমূহ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।"