মানিকগঞ্জের পদ্মাপাড়ে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
মানিকগঞ্জের শিবালয় উপেজেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় তিনি এ জায়গা পরিদর্শন করেন। এদিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জায়গা পরিদর্শনের খবরে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জায়গা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। সেই ধারাবাহিকায় মানিকগঞ্জেও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।"
"করোনার কারণে কাজের গতি কিছুটা কমে গিয়েছিল তবে এখন আমরা আবারও পুরোদমে কাজ শুরু করেছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া ও সম্ভাব্যতা জরিপের কাজ শুরু হয়েছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে কাজের নির্দেশ দিয়ে দিব এবং কাজ শুরু হবে," বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, "ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে আমরা যখন কোন স্থাপনা করতে যাই, সেখানে আবাসন সংকটে স্থাপনাগুলো অকেজো হয়ে থাকে। যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি। খেলোয়ারদের থাকার জন্য স্টেডিয়ামের পাশাপাশি ডরমেটরিও নির্মাণ করা হবে।"
তিনি আরো বলেন, "পাশেই পদ্মা নদী রয়েছে। প্রাথমিকভাবে এই স্থানটি আমাদের পছন্দ হয়েছে। জায়গাটি উঁচু আছে। এখানে আশা করছি ভালো মানের একটি স্টেডিয়াম হবে। তবে, জায়গার মাটি উপযুক্ত কি না? কী পরিমাণ নিচে যেতে হবে, সব কিছু পরীক্ষা করেই এটা করতে হয় এবং এটার জন্য তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। যেহেতু এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, সেহেতু আমরা আশা করছি চলতি অর্থ বছরে এই স্টেডিয়ামের কাজ আমরা শুরু করতে পারব।"
এসময়, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।