মারা গেছেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই।
আজ বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জুনায়েদ বাবুনগরীর বয়স হয়েছিল ৬৭ বছর।
হেফাজতের মুখপাত্র মুনির আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ সকাল ১১টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি; গত ৮ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী টিকার প্রথম ডোজও নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।
এদিকে বাবুনগরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগঠনের শত শত নেতাকর্মী সিএসসিআর হাসপাতালে জড়ো হন।
হেফাজতে ইসলামের মুখপাত্র মীর ইদ্রিস জানান, হাটহাজারী মইনুল ইসলাম মাদ্রাসার মাঠে রাত সাড়ে ৮টায় বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রাতে তাকে ফটিকছড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।