মিশর থেকে পেঁয়াজ আসবে বুধবার: বাণিজ্যমন্ত্রী
পেঁয়াজের দাম বৃদ্ধির পর নিত্যপ্রয়োজনীয় এই ভোগ্যপণ্যটি নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে তা ঘুচাতে মঙ্গলবারের মধ্যে মিশর থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছিল সরকার। তবে পেঁয়াজের প্রথম চালান মঙ্গলবার নয়, বরং তা বুধবার ঢাকা পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পেঁয়াজের প্রথম চালান আজকে ঢাকায় আসার কথা ছিলো, তবে কার্গো শিডিউলে সমস্যা হওয়ায় তা আজকেই আজকেই আসছে না।”
তিনি আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত নেদারল্যান্ড ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসবে।
পেঁয়াজের আমদানীকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম বলেন, “বুধবার বিকেলে মিশর থেকে ৩৫ টন পেঁয়াজ এসে পৌঁছাবে।”
বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় সংকট নিরসনে সরকার কয়েকদিন আগে বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়।
গত শুক্রবার এর আগের সব রেকর্ড ভেঙ্গে পেঁয়াজের দাম কেজিপ্রতি দাঁড়ায় ২৫০ টাকা। তবে মঙ্গলবার থেকে খুচরা ও পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।