মুনতাসীর মামুনকে কেবিনে স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিনাল আইচ মঙ্গলবার দুপুরে বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
তিনি বলেন, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ৬ সদন্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন; নাক, কান ও গলা বিভাগের প্রধান মনিলাল আইচ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সালাউদ্দীন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা আনিছুর রহমান।
রোববার সন্ধ্যায় মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন। তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। রোববার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।