মোদির বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা এসেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতেই সংক্ষিপ্ত সফরে এসেছেন তিনি বলে জানা গেছে।
তার আগমনের খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা বিমান বন্দরের আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএস) এক সিনিয়র কর্মকর্তা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তা তার কাছে পৌঁছে দিবেন।
বৈঠকে তারা কোভিড-১৯ বিষয়ে সহযোগিতা ছাড়াও দুই প্রতিবেশি দেশের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 'শ্রিংলা বাংলাদেশে দুইদিন অবস্থান করবেন। এরমধ্যে আগামিকাল (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার আশা করছেন তিনি।'