মোবাইল ফোন কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধার
নারায়নগঞ্জের রূপগঞ্জে এক মোবাইল ফোন কারখানা থেকে মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অন্যান্য সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বেস্ট টাইকুন ( বিডি ) এন্টারপ্রাইজ লিঃ নামের এই কারখানার ওয়্যার হাউস থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
কর ফাঁকি দিতে মোবাইল ফোন কারখানার কাঁচামালের সাথে মিথ্যা ঘোষণার মাধ্যমে চীনা ক্যাসিনো সামগ্রী আমদানি করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ সেপ্টেম্বর) কারখানা প্রাঙ্গনে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি গোয়েন্দা দল।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব শামীমা আক্তারের নেতৃত্বে রোববার বিকেল ৪.৩০ টায় অভিযান চালায় দলটি।
প্রসঙ্গত, চীনের হংকং ও ম্যাকাও এর ক্যাসিনোগুলোতে জুয়া খেলার জন্য মাহাজং এর বহুল প্রচলন রয়েছে। বাংলাদেশেও এরূপ বেশ কিছু ক্যাসিনো সামগ্রী (মাহাজং) আমদানির বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরে এসেছে।
এ বিষয়ে তদন্ত করে আইননানুগ পদক্ষেপ গ্রহণ নেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।