যাত্রী সংকটে চট্টগ্রাম থেকে ফের বাতিল বিমানের দুই ফ্লাইট
যাত্রী সংকটে মঙ্গলবার চট্টগ্রাম থেকে আবারও বাতিল হলো রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এর আগে একই কারণে সোমবারও নির্ধারিত দুটি ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম এয়ারপোর্ট ম্যানেজার আরিফুজ্জামান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২ জুন চট্টগ্রাম থেকে ঢাকা রুটে নির্ধারিত শিডিউলের ২টি ফ্লাইট যাত্রী স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে। একই কারণে ১ জুনও ফ্লাইট দুটি বাতিল করা হয়। তবে আগামীকাল ৩ জুন থেকে শুধুমাত্র সকালে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
বাংলাদেশ বিমানের নির্ধারিত শিডিউল অনুযায়ী সকাল ৯টা ৫০ মিনিট এবং রাত ৯টা ১০ মিনিটে ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২ জুন বিমান বাংলাদেশ এয়ারলােন্সের দুটি ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাটি। এছাড়া ইউএস বাংলা ৬টি এবং নভোএয়ার ৩টি ফ্লাইট পরিচালনা করছে।