রিফাত হত্যা মামলার শুনানি আজ দুপুরে
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুটোয় অনুষ্ঠিত হবে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে শুনানিটি অনুষ্ঠিত হবে।
মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন যে, আজকেই এ মামলার কিশোর অভিযুক্ত মোহাম্মদ নাজমুল হোসেনের জামিনের শুনানিও হতে যাচ্ছে। সেটি হবে জেলা ও দায়রা জজ আদালতে। সেজন্য মামলার মূল নথি ওই আদালতে নেওয়া হয়েছে।
তবে, কিশোর অভিযুক্তের জামিনের শুনানির জন্য মূল অভিযোগপত্রের শুনানি নিয়ে তৈরি অনিশ্চয়তা কেটেছে বলে জানালেন অ্যাডভোকেট আসলাম।তিনি বললেন, জেলা ও দায়রা জজ আদালতে নাজমুলের জামিন শুনানি শেষ করে দুপুর দুটোয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার মূল নথি এসে পৌঁছুবে।
ওদিকে বরগুনা জেলা কারাগারে থাকা সাত অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলায় জামিনে মুক্ত থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও হত্যার আরেক অভিযুক্ত আরিয়ান শ্রাবণও আদালতে হাজির হয়েছেন।
মামলায় আরও সাত কিশোর অভিযুক্ত রয়েছেন। যাদের যশোর শিশু ও কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাই ওদের আদালতে হাজির করা হয়নি।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর রিফাত হত্যাকাণ্ডে ২৪ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর, ৩ সেপ্টেম্বর এ মামলার ধার্য তারিখ ছিল।
কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে আরিয়ান শ্রবণ নামের এ মামলার এক অভিযুক্তের জামিনের শুনানি ছিল সেদিনই। সেজন্য মামলার মূল নথি ওই আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে ৩ সেপ্টেম্বরও অভিযোগপত্রের শুনানি সম্ভব হয়নি। তাই অভিযোগপত্রের শুনানির জন্য নতুন তারিখ দেওয়া হয় ১৮ সেপ্টেম্বর।
এদিকে মামলায় জামিনে মুক্ত হওয়ার পর আজ প্রথম আদালতে আসেন মিন্নি। এ মামলার অভিযোগপত্রে শুনানির দিন ধার্য থাকায় আজ সকাল নয়টার আগেই বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে তার মোটর সাইকেলে চেপে আদালতে আসেন মিন্নি। এরপর আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত তার বাবার সাথেই আদালতের একটি কক্ষে অবস্থান করেন তিনি।
আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার অপর সাত অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় দুপুর দুইটা আদালত নির্ধারণ করলে বাবার মোটর সাইকেলে চেপেই আবার বাসায় চলে যান মিন্নি।
এদিকে আজ আদালতে মিন্নির হাজির হওয়ার বিষয়টি আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হলে আদালত প্রাঙ্গণে মিন্নিকে দেখার জন্য ভিড় জমায় উৎসুক সাধারণমানুষ। আদালত প্রাঙ্গণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এ বিষয়ে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আজ দুপুর দুইটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার মূল নথি এসে পৌঁছাবে। তাই দুপুর দুইটায় এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় নির্ধারণ করেছে আদালত। তাই মিন্নি দুপুর দুইটা পর্যন্ত আদালতে অপেক্ষা না করে বাসায় চলে গেছে। শুনানি শুরু হওয়ার আগে যথাসময়ে মিন্নি আবার আদালতে উপস্থিত হবে বলেও জানান তিনি।
এ বছরের অন্যতম আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডটি ঘটেছিল ২৬ জুন। সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় বাইশ বছরের এই তরুণকে। এ সময় তার স্ত্রী বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি তাকে রক্ষার প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সন্ত্রাসীরা রিফাতকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সেদিনই বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।
জনবহুল এলাকায় এমন নৃশংস হামলার ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন সারাদেশে বিষয়টি নিয়ে ক্ষোভের ঝড় ওঠে।